আলোচনা সভা, কোরান খানী এবং মহানবীর প্রতি দুরুদ ও দোয়া মাহফিল এর মধ্য দিয়ে পবিত্র ইদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

Picture

"আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতরূপে প্রেরণ করেছি।" [সূরা আল-আম্বিয়া, আয়াত: ১০৭]

বিশ্ব মানবতার মুক্তির দূত, সৃষ্টির সেরা মানব, দোজাহানের বাদশা মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি অসাল্লাম.

প্রিয় নবী (সাঃ) - এর জন্ম ও মৃত্যু দিন তথা পবিত্র ইদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে গত ১৯/০৯/২০২৪ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার মওলানা ভাসানী মেমোরিয়াল কলেজে আয়োজন করা হয় মহানবী (স.) এর জীবনী সম্পর্কে আলোচনা সভা, কোরান খানী এবং মহানবীর প্রতি দুরুদ ও দোয়া মাহফিল।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র কলেজের সভাপতি ও ডুমুরিয়া উপজেলার নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ আল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল হাই। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইসলাম শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক জনাব মোঃ আব্দুস সালাম মোড়ল।

অনুষ্ঠানে মহানবী (স.) এর জীবনী সম্পর্কে অত্যন্ত মূল্যবান আলোচনা করেন প্রাক্তন শিক্ষার্থী রোকনুজ্জামান, জ্যেষ্ঠ প্রভাষক জি,এম ইলিয়াস হোসেন, সহকারী অধ্যাপক কে, এম হযরত আলী, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহকারী অধ্যাপক এ, এইচ, এম, আমিনুল ইসলাম খান, সাবেক অভিভাবক সদস্য শেখ মশিউর রহমান লিটন, বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস, কে, নাসির উদ্দীন, প্রধান আলোচক প্রভাষক মো: আব্দুল কাইউম জমাদ্দার এবং মোনাজাত করেন শরাফপুর দারুল কোরান দাখিল মাদ্রাসার সুপার মো: ইসলামুল হক।

উক্ত অনুষ্ঠানে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন।উক্ত অনুষ্ঠানে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন।