পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি
সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ সর্বশেষ পরিমার্জন আনুযায়ী মওলানা ভাসানী মেমোরিয়াল (ডিগ্রি-নন- এমপিও) কলেজ, বানিয়াখাল্লী, ডাকঘর-শরাফপুর, উপজেলা-ডুমুরিয়া, খুলনা'র শুন্যপদে (এমপিও) অধ্যক্ষ আবশ্যক। অধ্যক্ষ পদে এমপিওভূক্ত হিসাবে ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ/উচ্চ-মাধ্যমিক কলেজের অধ্যক্ষ পদে ৩ বছরের অভিজ্ঞতা-সহ ১৫ বছরের শিক্ষাকতার অভিজ্ঞতা, বেতন গ্রেড-৪।
প্রার্থীকে আবেদনপত্রের সাথে ১০০০/- অফেরৎযোগ্য পোস্টাল অর্ডার, ২কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা ও চারিত্রিক সনদপত্রসহ বিজ্ঞপ্তির ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবরে ডাকযোগে আবেদনপত্র পৌছাতে হবে। পুনঃআবেদন নিষ্প্রয়োজন।
ধন্যবাদন্তে
সভাপতি