নবীন বরণ ২০২৪
দক্ষিণ বঙ্গের ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মওলানা ভাসানী মেমোরিয়াল (ডিগ্রি) কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবাগত একাদশ শ্রেনির নবীন বরন অনুষ্ঠান অদ্য ২২ শে আগস্ট ২০২৪ ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলার নির্বাহী অফিসার ও অত্র কলেজের সম্মানিত সভাপতি জনাব মুহাম্মদ আল আমিন, বিশেষ অতিথি ছিলেন অত্র কলেজের গভর্নিং বডির সম্মানিত সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নব নিযুক্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আব্দুল হাই।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কলেজের বাংলা বিভাগের সহঃকারী অধ্যাপক জনাব কে এম হযরত আলী, ইসলাম শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক জনাব আব্দুস সালাম মোড়ল এবং ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক জনাব জি এম ইলিয়াস হোসেন।
প্রধান অতিথির আগমনে সারিবদ্ধ শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান।
পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে নবীন বরণ - ২০২৪ অনুষ্ঠানের সূচনা হয়।
অতঃপর প্রধান অতিথি ও সভাপতি মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন অত্র কলেজের গভর্নিং বডির সদস্য বৃন্দ, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের একাংশ।
এরপর দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীরা নবাগত একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের রজনীগন্ধা স্টিক দিয়ে স্বাগত জানান এবং নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে ইতি ও সাহেদ তাদের উচ্ছ্বাসিত মনোভাব ব্যক্ত করেন।
অতঃপর ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন জনাব আব্দুল কাইউম জমাদ্দার( ইসলামের ইতিহাস বিভাগ), জনাব জি এম ইলিয়াস হোসেন ( ইংরেজি বিভাগ), জনাব এ এইচ এম আমিনুল ইসলাম খান (ভুগোল বিভাগ), জনাব মোঃ হেমায়েত রশিদ খান (অভিভাবক সদস্য), জনাব শেখ মশিউর রহমান লিটন (অভিভাবক সদস্য), জনাব এস কে নাসির উদ্দিন (প্রাক্তন প্রধান শিক্ষক, বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়)।
অতঃপর অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য পেশ করেন।
সবশেষে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তার সমাপনী বক্তব্য শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।